জামালপুরের ইসলামপুরে ৪৬-বোতল ফেন্সিডিল সহ শাজেদা (৩০) নামক এক নারী কে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। তার বাড়ী জামালপুর শহরের (মুসলিমাবাদ)। জানাযায় ১৭-ফেব্রুয়ারি সকাল ১০-৪৫ মিনিটে গোপন সংবাদ ভিত্তিতে জামালপুর গামী একটি অটো রিক্সা যোগে ৪৬ বোতল ফেন্সিডিল নিয়ে শাজেদা (শরিলের সহিত ফিট করে) জামালপুরের উদ্দের্শে অটোরিক্সা যোগে রওনা হয় রীষি পাড়া নামক স্হানে পৌছার সাথে সাথে ইসলামপুর থানা পুলিশের তল্লাশীতে শাজেদা ফেন্সিডিল সহ ধরা পরে। জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন (বিপিএম পিপিএম বার) এর দিগ নির্দেশনায় ইসলামপুর থানার এক দল চৌকশ পুলিশ এস আই হান্নন,এস আই মাহমুদুল এস আই এনামুল, এ এস আই খোকন মিয়া ও কনেষ্টবল মৌসূমী দারু (মহিলা পুলিশ) তল্লাশী চালিয়ে ৪৬ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে ইসলামপুর থানায় আনা হয়। অপরদিকে অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানায় ইসলামপুর থানায় একটি মামলা হয়েছে মামলা নম্বার -৯ । বিশেষ খমতা আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply