সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় গভীর রাতে আগুন লেগে ৮ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২২ মার্চ) গভীর রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের পশ্চিম পাড়ায় আগুনের সূত্রপাত হয়। খোঁজ নিয়ে জানা যায়, আগুনের লেলিহান শিখা ও ক্ষতিগ্রস্ত পরিবারের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।এর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৮ পরিবারের বসত ঘর সহ আসবাবপত্র। এতে নিঃস্ব হয়ে গেছে ওই পরিবারের সদস্যরা। এদিকে আগুন লাগার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব রাতেই ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। সোমবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের আতাবুর বা কালন মিয়ার ঘরে থাকা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তারা।৮ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছেন, রিনা বেগম,বানেছা বেগম,আয়না মিয়া,আইন উদ্দিন,আতাবুর, রোকশানা বেগম,কালন ও রুহুল আমিন। ক্ষতিগ্রস্ত বানেছা বেগম বলেন, রাতে খাবার শেষে ঘুমিয়ে আছি। গভীর রাতে আগুনের ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে যায়। পরে আমরা চিৎকার দিলে গ্রামের লোকজন এসে আগুন নেভায়।তিনি বলেন, আমাদের পড়নের কাপড় ছাড়া অবশিষ্ট কিছুই রইলনা ঘরে রাখা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। গ্রামবাসীকে নিয়ে আগুন নেভাতে সক্ষম হই।ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ছয় হাজার টাকা,দুই বান্ডিল ঢেউটিন,দুটি করে কম্বল ও চাল বিতরণ করা হয়েছে।
Leave a Reply