জানা যায়, গত ৫ তারিখের দায়ের করা মামলায় কোর্ট থেকে জামিন নিয়ে মোন্তা ও তার সহযোগীরা মো: রহিদুল ইসলাম ও তাহার পরিবারের উপর প্রাণ নাশের কালো ছায়া নেমে আসবে বলে হুমকি দেন। গণমাধ্যমকর্মীরা ও এলাকার জ্ঞানী ব্যক্তিরা এলাকার সচেতন মহল বলেন আওয়ামী লীগের দলে থাকা হাইব্রিড ও চিহ্নিত সন্ত্রাসীরা অত্র মামলা থেকে জামিন নিলে,মামলা তদন্তের ব্যাপক বিঘ্ন ঘটবে। মামলাটির তদন্ত সার্থে আসামীদের গ্রেফতার করার বিশেষ প্রয়োজন। এবং আসামী যারা জেল হাজতে আছেন তাদের আটক রাখার বিশেষ প্রয়োজন। আসামীরা আইনকে ঘৃণা করে, সরাসরি ফেইজবুক পেইজে বাংলাদেশ পুলিশ বাহিনীকে কুকুরের সাথে তুলনা করছেন। পুলিশ হচ্ছে জাতির বিবেক ও জনগণের বন্ধু। বিএনপির নেতাকর্মীরা এমন মন্তব্য করেও পার পেয়ে যাচ্ছেন, পুলিশ যথাযত ব্যবস্থা নিচ্ছেন না বলে জানান এলাকার জ্ঞানী _গুনী ব্যক্তিবর্গ। মানুষ হতবাক আইন কোনদিকে ধাপিত, আইনের চোঁখে ধুলোদিয়ে বেপরোয়া চলছেন মোন্তা বাহিনী। আইনকি তাহার নিকটে বিক্রি হয়েছে ,তবুও আশাবাদী দেশের জনগন। পুলিশ বাহিনীকে কুকুর বলার কারণে ক্ষেপেছেন সাধারন জনতা এলাকার সচেতন মহল। পুলিশ কেনো পদক্ষেপ নিচ্ছেননা, এটা নিয়ে প্রশ্ন সাধারন জনতা ও এলাকার জ্ঞানী ব্যক্তিদের । পুলিশের চোঁখে ধুলো দিয়ে ঘুরেবেড়ানো আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে, বাংলাদেশ পুলিশবাহিনীকে অনুরোধ করেছেন, রহিদুল ইসলামের পরিবার সহ এলাকার সচেতন মহল।
Leave a Reply