মাদারীপুর উপজেলা প্রতিনিধি, শফিকুল ইসলাম।
মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নে মীর শাহিনে এর বাড়ি ২৬.১১.২০২ইং,(বৃহস্পতিবার) জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ধর্ষন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের পাইকপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃমশিউর রহমান (মুন্না) খলিফা।আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের রাজৈর উপজেলার সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃএমারাত হোসেন (টুটুল) মাতুব্বর। উপস্থিত ছিলেন মাদারীপুরের গন্য মান্য ব্যক্তিবর্গ। উক্ত আলোচনা সভায় মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ ও ধর্ষন প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মশিউর রহমান (মুন্না) খলিফা।তিনি বলেন মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ ও ধর্ষন প্রতিরোধে আমাদের সকলের সচেতন হতে হবে।
তিনি আরও বলেন এই প্রথম কোনো প্রত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের এলাকায় পালিত হল।তিনি মাতৃজগত পরিবারকে ধন্যবাদ জানান এবং সাংবাদিকদের সততার সাথে কাজ করতে উৎসাহিত করেন।মশিউর রহমান (মুন্না) খলিফা বলেন আমরা এই পত্রিকার পাশে থাকবো।জনাব এমারাত হোসেন (টুটুল) মাতুব্বর বলেন আমাদের এলাকায় এই প্রথম জতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল। এতে আমরা আনন্দিত এবং আমরা চাই জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা সবার কাছে পৌছে যায়।তিনি সাংবাদিকদের সত্যি খবর প্রচার করার জন্য আহবান করেন।এছাড়া আরও গন্য মান্য ব্যক্তিবর্গ মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ ও ধর্ষন প্রতিরোধে মূল্যবান বক্তব্যে প্রদান করেন।
Leave a Reply