শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আমিনুল ইসলাম রিপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার: ঢাকা থেকে প্রকাশিত, খান সেলিম রহমানের সম্পাদিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। মিরপুর প্রেসক্লাবের সফল সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম রিপন।

(২১’শে আগস্ট ২০২৪) বুধবার, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র প্রধান কার্যালয়ে মোঃ আমিনুল ইসলাম রিপন’কে। মাতৃজগত পত্রিকা’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব বুঝিয়ে দেন, সম্পাদক খান সেলিম রহমান।

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার’র সংশ্লিষ্ট সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে, নবনিযুক্ত নির্বাহী সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রিপন বলেন।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশে গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা। একই সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ নানা অসঙ্গতি এবং এগুলোর অবসানের সম্ভাব্য সমাধান তুলে ধরার ক্ষেত্রেও মাতৃজগত পত্রিকা ভূমিকা অনন্য। গণমাধ্যমের স্বাধীনতা, তাদের দায়িত্বশীলতা, নাগরিকের অধিকার এবং বস্তুত গণমাধ্যমের স্বাধীনতা, নিরপেক্ষতা ও সাহসিকতা প্রদর্শনের ওপর বস্তুনিষ্ঠ ও পরিচ্ছন্ন গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক শাসন কায়েম করা ও অব্যাহত রাখা যায় না। তাই আমাদের সমাজে গণতন্ত্রের যথাযথ বিকাশ ঘটাতে সংশ্লিষ্ট সবাইকে গণমাধ্যমের যথার্থ বিকাশের দিকে জরুরি ভিত্তিতে নজর দিতে হবে। সত্য প্রকাশে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এটাই আমার প্রত্যাশা।

পাশাপাশি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সাহসি সম্পাদক, খান সেলিম রহমান, সংশ্লিষ্ট সহ অত্র পত্রিকা’র সকল সাংবাদিক সহ সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581