করোনা ভাইরাস মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর কার্যক্রম উল্লাপাড়া উপজেলার প্রিয় নেতা গরিব ও মেহনতী মানুষের আস্থ ও বিশ্বাস এর শেষ ঠিকানা উল্লাপাড়া- সলঙ্গা থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম সার্বিকভাবে সহযোগিতায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কর্মহীন মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মোঃ আল আমিন সরকার।গতকাল বুধবার সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় ।
বিতরণ শেষে ইউপি চেয়ারম্যান মোঃ আল আমিন সরকার বলেন, জননেত্রী ও বাংলার মানুষী কন্যা গরীব দুঃখী মানুষকে নিয়ে সবসময় চিন্তা করেন। তার নির্দেশনায় ও উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এমপি মহোদয়ের সহযোগিতায় আজ ৩শত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ সরকার ,ইউপি সদস্য মোঃ আব্দুর রব , ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোমিন ভূঁইয়া,ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রাব্বি হোসেন,সাংগঠনিক সম্পাদক আলহাজ সরকার,সদস্য শিশির আলম সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply