সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহর এলাকার হবিবপুর গ্রাম থেকে বিকাশ প্রতারক চক্রের স্বামী স্ত্রী সহ তিনজনকে আটক করেছে সুনামগঞ্জ র্যাব-৯। বুধবার (২৬ মে) ভোরে তাদেরকে আটকের পর দুপুর ১২ টার দিকে র্যাব-৯ সুনামগঞ্জ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে। আটককৃত তিনজনের গ্রামের বাড়ী হবিবপুরে।তারা হলেন,আব্দুস সামাদের ছেলে মোঃ ময়নুল হক(১৯), তরিরুল্লার ছেলে হানিফ আহমেদ (৩৮) ও তার স্ত্রী পারভীন বেগম (৩৮)।আটককৃত তিনজনকে মামলা দিয়ে পাশ্ববর্তী ছাতক থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের কাছে ব্যবহৃত একটি টেলিফোন সেট,১২ টি মোবাইল ফোন,বিভিন্ন ব্যাংকের চেক বই,এটিএম কার্ড, বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস সামগ্রী সহ ১ লক্ষ ৩৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলন করে,সুনামগঞ্জ র্যাব -৯ এর সেকেন্ড কমান্ডার আব্দুল্লাহ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply