সাংবাদিকদের সাথে নিয়ে যেকোন ধরনের সংকটে সকল চ্যালেঞ্জ একসাথে মোকাবেলার অঙ্গীকার করেছেন মীরসরাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান। শনিবার (২৭ মার্চ) রাতে ওসি মজিবুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নয়ন কান্তি ধুম। এসময় মীরসরাই প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ সম্পাদক।
সাম্প্রতিক বিশ্বব্যাপী করোনাভাস (কোভিড-১৯) মহামারি আকার ধারণ করায় এবং বাংলাদেশে এর সংক্রমনের হার ক্রমাগত হারে বৃদ্ধি পাওয়ায় ১০ দিনের সাধারণ ছুটি ঘোষনা করে সরকার। এরমধ্যে দুই জনের অধিক জনসমাগম একসাথে নিষিদ্ধ করা হয়। আলাপচারিতায় মীরসরাইয়ের সার্বিক বিষয় উঠে আসে।
এই মূহুর্তে করোনাভাইরাসের সংক্রমন মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ওসি মজিবুর। এছাড়া তিনি মাদক নির্মূম, সন্ত্রাস দমন এবং সমাজের অসংগতিকে নিয়মিত চ্যালেঞ্জ বলে মনে করছেন। তাই এই চ্যালেঞ্জ একসাথে মোকাবেলায় মীরসরাই প্রেস ক্লাবের সকলের সহযোগিতা কামনা করেছেন সাধারণ সম্পাদক নয়ন ধুমের নিকট। তিনিও সহযোদ্ধা সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply