সিরাজগঞ্জ চৌহালী উপজেলা সদিয়া চাঁদপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সবা অনুষ্ঠিত হয়েছে। বৃপ্রতিবার ( ২৭/৯৫/২০২১) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে সুশাসন প্রতিষ্ঠা কার্যকর ও শক্তিশালী স্থানীয় সরকার বাস্তবায়ন এবখ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনের লক্ষ্যে সর্বস্তরের৷ জনগনের অংশগ্রহনের উপযুক্ত বাজেটনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ রাসেদুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ২০২১- ২০২২ অর্থবছরের প্রস্তাবিত বার্ষিক বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ মনোয়ারুল ইসলাম। বাজেট বার্ষিক সম্ভাব্য আয় ২,০৫,৫,৫৩৮১/- টাকা সম্ভাব্য আয় এবং সম্ভাব্য ব্যায় ২,০৫,৪২,২৮১/-টাকা ব্যয় ধরা হয়। প্রকৃত উদ্বৃত্ত ১৩,১০০/-টাকা।বাজেট সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলী মাস্টার, সিনিয়র সাংবাদিক নারায়ণ মালাকার, ও সাংবাদিক সোহেল, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,লালমিয়া, আঃ রহমান, শাহআলম,মোছাঃ রানী খাতুন,মোছাঃ বিনা খাতুন,ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাত হোসেন সাধারণত সম্পাদক আনসার আলী বুদ্দু সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply