১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার।। যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পর্শে পরিতোষ কুমার (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হিজলী গ্রামের সন্যাসীর পুত্র ও দুই সন্তানের জনক। স্থানীয়রা জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে পরিতোষ মাঠে নিজের বিদ্যুৎ চালিত মোটর দিয়ে বোরো ধানের ক্ষেতে পানি দিতে যায়। সেখানে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। সকাল ১১ টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধারের পর দেখে পরিতোষের মৃত্যু হয়েছে। পরে পরিবারের ইচ্ছায় তাকে হাসপাতালে না নিয়ে পারিবারিকভাবে সমাহিত করা হয়। স্থানীয় (স্বরূপদাহ ইউপি) মেম্বার শিমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply