যশোরের চৌগাছায় এক কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচ লাখ টাকা মূল্যের তিনটি গাভী ও তিনটি খাশি ছাগল চুরি হয়েছে। বুধবার রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক মাফিজুল ইসলাম মোফা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। মাফিজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও তিনি গোয়ালঘরে গরুগুলো রেখে তালা দিয়ে ঘুমাতে যান। ভোরে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভেঙে তার তিনটি গাভী ও তিনটি খাশি চাগল চুরি হয়ে গেছে। চুরি যাওয়া গরু ও ছাগলের আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান গরু চুরির সত্যতা নিশ্চিত করেছেন। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, গরু চুরির ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেননি।
Leave a Reply