যশোরের চৌগাছায় জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক মা। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের উজ্জল হোসেনে স্ত্রী। মা ও জোড়া লাগানো জমজ শিশু সুস্থ আছেন বলে জানা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) যশোর শহরের অসীম ডায়গনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় বুক জোড়া লাগা এই কন্যা যুগল। জমজ শিশু দুটির মাথা হাত পা আলাদা থাকলেও তাদের দুজনেরই বুক একটাই। জমজ শিশুকন্যা দুটির পিতা উজ্জল হোসেন জানান ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক জানিয়েছেন এই শিশু দুটির অপারেশন করে আলাদা করার কোন উপায় নেই। এভাবেই তাদেরকে থাকতে হবে।
তিনি আরো জানান তার শাপলা নামের দশ বছরের আরো একটি মেয়ে আছে। শিশুকন্যা দুটির মা খুরশিদা জানান যমজ শিশু কন্যা দুটি নিয়ে এখন নিজ বাপের বাড়ি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মশিউরনগর গ্রামে অবস্থান করছেন। তাদেরকে দেখতে এলাকার উৎসুক মানুষ খুরশিদার বাবার বাড়িতে ভিড় করছে।
Leave a Reply