দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ ১২৯ ও ৭ পিচ ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন চিরিরবন্দর থানা পুলিশ। মঙ্গলবার (১ জুন) সন্ধ্যা আনুমানিক ৮ ঘটিকায় চিরিরবন্দর রানীরবন্দর এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা, দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ছাতিয়ানগড় মোঃ সাঈম উদ্দিন এর পুত্র রায়হান রিহাত (২৬) এবং চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর রানীপুর বালাপাড়া এলাকার মোঃ জহুরুল ইসলামের পুত্র ইউসুফ আলী (১৮)। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, আকটকৃত মাদক ব্যবসায়ী অনেকদিন যাবৎ ব্যবসা চালিয়ে আসছেন, গোপন সংবাদে এই অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ১২৯ পিচ ইয়াবা ও ৭ পিচ ফেন্সিডিল সহ তাদের হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দিনাজপুর জেলা আদালতে সোপর্দ করেন চিরিরবন্দর থানা।
Leave a Reply