মৌলভীবাজার শহরের বদরুন্নেছা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা অবহেলায় লিলি বেগম নামের এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও স্টাফ হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়।
মৃত্যুবরণকারী গর্ভবতী নারী লিলি বেগমের স্বজনরা অভিযোগ করেন, ৩০ সেপ্টেম্বর বুধবার রাত ৯ টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তি পর থেকে কোন চিকিৎসা না দেয়ায় রাত ১১ ঘটিকায় তার মৃত্যু হয়। পরে স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের বাকবিতন্ডতা ও উত্তেজনা দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যায়। লিলি বেগম সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারবাগ গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আহাদ মিয়া স্ত্রী। পরে খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আইনগত বিষয়ে সহযোগিতায় আশ^স্থ করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে
Leave a Reply