চাহি তোমার করুণা;- সিরাজুল ইসলাম দুলাল বি.এস.সি! Matrijagat TV
মাতৃজগত টিভি ডেস্ক:
-
আপডেট টাইম
বুধবার, ৮ এপ্রিল, ২০২০
নামের সাথে কাজের তোমার হয়না তুলনা,
সারা বিশ্ব ভুলতে চাহে তুমি ভুলনা।
প্রথম তোমার আত্মপ্রকাশ ঘটিয়েছ চীনে,
তুমি একা চলো না যে মানবজাতি বিনে।
সবাই মোরা এক জাতি নাই ভেদাভেদ,
আত্মহংকারে করে একে অপরের শিরচ্ছেদ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই ভাই ভাই,
নিজকে সবাই বড় ভাবি দেই না কাউকে ঠাই।
মহান স্রষ্টার সবই সৃষ্টি গিয়েছি সবাই ভুলে,
করোনা নামের অনু জীবি দিলেন প্রভু চালে।
স্পেন ইতালি আমেরিকা উন্মাদনা বিশ্ব করবে জয়,
সবার উপড়ে মানুষ সত্য নাহি তাহাতে যে সংশয়।
জগত স্বামী পরাক্রমশালী তাহা বিনে নাহি কিছু হয়,
পূর্ব থেকে পশ্চিম তীরে মারণ অস্ত্র তৈরি করে নিজেকে নিজে সবাই সেরা বাহাদুর বনে রয়।
করুণাময়ের কৃপা ছাড়া এ করোনার কেন এত ভয়।
নতশীরে নোয়াএ শির আকাশ-পানে তাইতো অধীর,
ধুলোর সাথে মিশে গেছে আকাশ পানে চেয়ে কয়- করোণা আর চাহিনা,
তোমার করুণাতে করো তুমি জয়। হে প্রভু মোরা দীন ,
আজ ভাঙ্গিয়াছে মোদের ভুল,
এ করোনা মুছে ফেলে তোমার করুনার ফোটাও ফুল।
নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরীর আরো খবর
Leave a Reply