আজ বিকাল চারটায় চার নং আটঘর কুড়িয়ানা প্রাইমারী স্কুলের ভেতর পাওয়া গেছে এক অজানা লাশ। দূর্গাপূজা উপলক্ষে চার নং আটঘর কুরিয়ানা প্রাইমারী স্কুলের ভেতর পাওয়া গেছে এক অজানা লাশ। কিছু সামগ্রিক বিক্রয় করতে এসে, বিগত তিন দিন ধরে অসুস্থতা কারনে মারা যান তিনি। কুরিয়ানা ক্যাম্প কর্মকর্তা বাসুদেব লাশটি দেখে বলেন যে, মৃত এই ব্যাক্তিটি একজন ফুল বিক্রেতা ছিলেন। তিনি প্লাস্টিকের ফুল বিক্রি করতেন। মৃত্যুর আগেরদিন তিনি চায়ের দোকানে এসে পানি চাইলেন। তখনই তার হাপানি উঠলো। দোকানদার তাকে বাড়ী ফিরে যেতে বললো। কিন্তু তিনি একা বাড়ি ফিরতে পারলেন না। সারারাত না খেয়ে প্রাইমারি স্কুলের ভেতর শুয়ে ছিলেন। তারপরদিন অর্থাৎ আজ সকালে শেষবারের মত রুটির দোকানে তিনি এসেছিলেন বলে জানা যায়। তারপর ১২.৩০ ঘটিকা থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আনুমানিক ৩ টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে লাশের ব্যাপারে থানার ওসি মিটিংয়ে ব্যাস্ত থাকার কারনে আসতে না পারার কারনে থানার সাব ইন্সপেক্টর বিষয়টি হস্তক্ষেপ করেন। তিনি লাশটির সাথে একটি মোবাইল খুঁজে পান। সেই মোবাইলে কেবল দুটিমাত্র নাম্বার সেভ করা ছিল। তারমধ্যে একটি নাম্বারে কল দিলে উক্ত লাশটির আসল পরিচয় বেরিয়ে আসে। যিনি কল রিসিভ করেছেন তিনি ছিলেন মৃত ব্যাক্তির শালিকা। তার বক্তব্য অনুযায়ী মৃত ব্যাক্তির নাম-মোঃখায়ের, বয়স ৩৮। পিতা -মৃত মান্নান সরদার। জেলা-ফরিদপুর, থানা-বোয়ালমারি, গ্রাম-চরনারায়ন।
Leave a Reply