বর্ণাঢ্য আয়োজনে নতুন ধারার অনলাইন পত্রিকা পাবনার চাটমোহর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সময়-সংবাদ বিডি’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালিত হয়েছে। আজ মঙ্গলবার ২৪মে বেলা ১১ টায় পাবনার চাটমোহর বাসস্ট্যান্ডে অবস্হিত পত্রিকার প্রধান কার্যালয় শামস প্লাজায় কেক কেটে অনলাইন পত্রিকা সময়-সংবাদ বিডি’র ২য় বর্ষে পদার্পণ ও ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের এর শুভ সূচনা করেন অতিথিবৃন্দ। এ সময় সময়-সংবাদ বিডি’র সম্পাদক ও প্রকাশক শেখ সালাউদ্দিন ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ’লীগের উপদেষ্টা ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ -৭১’র জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ,স,ম আব্দুর রহিম পাকন। স্বাগত বক্তব্য রাখেন সময়-সংবাদ বিডি’র সম্পাদক ও প্রকাশক শেখ সালাউদ্দিন ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপি’র আহবায়ক কে, এম আনোয়ারুল ইসলাম , সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এ, কে, এম সামসুদ্দিন খবির,পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: রবিউল ইসলাম রবি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, সাবেক উপ-পরিচালক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মো: আব্দুল মজিদ, চাটমোহর প্রেসক্লাব সভাপতি মো. রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি মো: হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক ও প্রকাশক এস এম হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন, সাপ্তাহিক চলনবিলের আলোর সম্পাদক মো: রফিকুল ইসলাম রনি, অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন খবর ডটকম’র সম্পাদক মো: জাহাঙ্গীর আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন সময় সংবাদ বিডি’র ব্যবস্থাপনা সম্পাদক মো: কাউছার আহমেদ , ভারপাপ্ত সম্পাদক মো: আল -আমিন, বার্তা সম্পাদক সুজন কুমার শীল, দৈনিক তৃতীয় মাত্রা চাটমোহর প্রতিনিধি মো: তোফাজ্জল হোসেন বাবু,জাতীয় দৈনিক মাতৃজগত প্রতিনিধি মোঃশাহ আলম প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে চাটমোহরের উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনার ক্ষেত্রে সময় সংবাদ অনলাইন পত্রিকার ভূয়সী প্রশংসা ও পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীতে অনলাইন পত্রিকা গুরুত্বপূর্ণ ভূ’মিকা পালন করছে। অনলাইন পত্রিকার মাধ্যমে বিশ্বের যে কোন স্থানের সংবাদ মুহূর্তের মধ্যে আমরা জানতে পারছি।
Leave a Reply