নোয়াখালীর চাটখিল উপজেলায় চাটখিল পি,জি সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে অপরিকল্পিত ভাবে নির্মিত হচ্ছে হালিমা দিঘির পাড় বাজার যাত্রী ছাউনী। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী ছাউনী বাসষ্ট্যান্ড থেকে অনেক দূরে করা হচ্ছে, যেখানে পরিবহনের কোন যাত্রী বা বাজারের সাধারণ জনগণ উপকৃত হওয়ার সম্ভাবনা নেই । এই যাত্রী ছাউনির কাজ শুরু করেন নোয়াখালী জেলা পরিষদের বরাদ্দ, গত কাল মঙ্গলবার (১৮ মে) নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম সরেজমিনে দেখতে আসেন, এসময় তিনি বলেন এই যাত্রী ছাউনি নির্মাণ হলে পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে পারে। তিনি সেই সাথে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও রোড’স এন্ড হাইওয়ের নোয়াখালীর প্রধান প্রকৌশলী কে দ্রুত নির্মানিধীন এই যাত্রী ছাউনি ভাঙ্গে ফেলার জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোসা, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন (ভিপি) সহ চাটখিল উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
Leave a Reply