রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভা দীর্ঘ ২৫ বছর পর নৌকার বিজয় সৈয়দ মনিরুল ইসলাম

মোঃ নূরনবী ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

নতুন মেয়র নির্বাচিত আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ পৌরসভায় ১৪ই (ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট প্রদান করেন ভোটাররা, শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ভাবে সম্পূর্ণ হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল ইসলাম তিনি মোট ভোট পেয়েছেন ১৫ হাজার ৭৪১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওজিউল ইসলাম (ওজুল মিঞা) ভোট পেয়েছে ৯ হাজার ৯৯৯ ভোট। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন পেয়ছেন ৫৪২ ভোট। শিবগঞ্জ পৌর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র জানায়, নৌকার প্রার্থী মনিরুল ইসলাম ৫ হাজার ৭৪২ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয় মুনিরুল ইসলাম। শিবগঞ্জ পৌরসভা শতকরা ৭৯. দশমিক ১২৪ ভাগ ভোট পড়েছে। আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী সহ এছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন, মহিলা সংরক্ষিত আসনে ১৫ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৯৭৯ জন। পুরুষ ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৩২জন। মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ পৌরসভা প্রথম বারের মত ই.ভিএমে ভোট গ্রহণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভার নির্বাচিত কাউন্সিলরগন। ১নং ওয়ার্ড মো: আব্দুল হক বাদল,প্রতীক ব্ল্যাকবোর্ড ২নং ওয়ার্ড মো:ফারুক আহমেদ প্রতীক পানির বোতল ৩নং ওয়ার্ড মো:জুম্মন আলী প্রতীক পানির বোতল ৪নং ওয়ার্ড মো:সাদিকুল ইসলাম প্রতীক ডালিম ৫নং ওয়ার্ড মো:আজিজুল ইসলাম প্রতীক পানির বোতল ৬নং ওয়ার্ড মো:শাহজাহান প্রতীক ডালিম ৭নং ওয়ার্ড মো:রাজু আহমেদ প্রতীক ডালিম ৮নং ওয়ার্ড মো:আব্দুস সালাম প্রতীক উটপাখি। চাঁপাইনবাবগঞ্জ-১৪/২/২১ রবিবার। সদ্য নির্বাচিত শিবগঞ্জ পৌরসভার নৌকার প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম কে অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান । সেই সাথে শিবগঞ্জ পৌরবাসিকেও শুভেচ্ছা জানান তিনি। আধুনিক শিবগঞ্জ পৌরসভা গড়তে নিরলসভাবে কাজ করে যাবেন বলেও আসা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581