আজ শনিবার ২০(ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ এর সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সাবেক সফল চেয়ারম্যান সদর উপজেলা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন শিমুল এম পি, জেলা আওয়ামী লীগ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি এমপি, যুগ্ন সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান,সহ সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান,কোষাধ্যক্ষ এরফান আলী, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌর আ’লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিয় করিয়ে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এছাড়া আগামী কাল মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য সিধান্ত গ্রহণ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply