চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ফেনসিডিলহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ভাগলপুর এলাকার মো. ভুলুর ছেলে মোঃ উজ্জ্বল (২৮), শিবগঞ্জ উপজেলার চাটপাড়া এলাকার গহুর বাদশার ছেলে মো. মিলন আলী (২৫) ও একই এলাকার বাছিরের ছেলে রশিদ (১৯)। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম ও গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবের নির্দেশনায় ১৯ জানুয়ারি রোববার রাত পৌণে ১২ টার দিকে বিশ্বরোডে চেকপোস্টে ১৯০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়। এসআই নাজমুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন। অপর দিকে ২০ জানুয়ারি সোমবার রাত ২ টার দিকে শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকার একটি আম বাগানের ভেতর অভিযান পরিচালনা করে ২১০ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখা ডিবির একটি টিম। এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply