চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির মাদকবিরোধী অভিযানে ২২৫ বোতল ফেনসিডিলসহ মতি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (২১ ফেব্রুয়ারি ২০২০) শুক্রবার সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া থেকে মতিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার মৃত ইয়াছিন আলীর ছেলে মতিউর রহমান মতি (৩৬)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তেলকুপিতে মাদক বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে। খবর পাবার পর ডিবির একটি অপারেশন দল দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ২২৫ বোতল ফেনসিডিলসহ মতিকে হাতেনাতে গ্রেপ্তার করে।
উল্লেখ্য যে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আরও জানান যে, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply