সোমবার, ০৫ জুন ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির বিভিন্ন সীমান্তে সাড়ে ১৯ লক্ষ টাকার মাদক জব্দ

সেলিম রেজা
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ বিজিবির মাদক বিরোধী অভিযান চালিয়ের জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে হেরোইন ।

রহনপুর ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি পৃথক অভিযানে বিষয়টির সত্যতা নিশ্চিত করে পৃথক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে কিরণগঞ্জ বিওপির হাবিলদার মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছিয়াত্তর বিঘা হতে মালিকবিহীন ৩০০০ পিস ইয়াবা উদ্ধার করে। যার মূল্য-৯ লক্ষ টাকা।

এছাড়া অপর অভিযানে ২৪ নভেম্বর রাত দেড়টার দিকে চকপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ রেনু মিয়া এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার বাটুলপাড়া হতে মালিকবিহীন ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার মূল্য-৬ লক্ষ টাকা।

এদিকে, ২৪ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে চকপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ রেনু মিয়া এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার উপ চকপাড়া হতে মালিকবিহীন ২৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়। যার মূল্য-১ লক্ষ ২৮০০ টাকা।

এদিকে, ২৪ নভেম্বর দুপুরে আজমতপুর বিওপির হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার বাগিচাপাড়া হতে মালিকবিহীন ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার মূল্য-৮০ হাজার টাকা।

এছাড়া, ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে তেলকুপি বিওপির নায়েব সুবেদার মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেলকুপি পাগলা নদীর পাড় হতে মালিকবিহীন ৯৫০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। যার মূল্য-২ লক্ষ ৮৫ হাজার টাকা। ২৩ ও ২৪ নভেম্বর এসব উদ্ধার হওয়া মালামালের মোট মূল্য ১৯ লক্ষ ৬৭ হাজার ৮’শ টাকা।

অভিযানে মোট পৃথক অভিযানে উদ্ধার হওয়া হেরোইন ও ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Developed BY Matrijagat TV
matv2425802581