চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিল সহ এক জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১।
র্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়,র্যাব-৫ রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অাজ রবিবার ১৭ মে ২০২০ ইং তারিখ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়া দিঘী উত্তরপাড়া গ্রাম এ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে,র্যাব-৫ রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ১,৪৫৫ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে এক জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী হল,মোঃ কুদ্দুস মোড়লের ছেলে মাহিদুর রহমান (৩০) মাদক ব্যবসায়ী মাহিদুর চাঁপাইনবাবগঞ্জের, শিয়ালমারা গ্রামের, শিবগঞ্জ উপজেলায় তার বসতবাড়ি।
এদিকে,র্যাব অারও জানায়,ঐ এলাকার স্থানীয়,মোঃ আবুল কালাম (৪৪)পিতা- হাজী মোঃ আব্দুল সাত্তার এর বাড়ীর সংলগ্ন দক্ষিন পাশে বালিয়াদিঘীর কিনারে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী মাহিদুর রহমানকে গ্রেফতার করে র্যাবব-৫ ।
পরে র্যাবের পক্ষথেকে বলা হয় শীর্ষ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায়।
Leave a Reply