মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট কার-ফেনসিডিলসহ ৪ শীর্ষ মাদক কারবারী র‍্যাবের হাতে গ্রেপ্তার! 📺 Matrijagat TV

আব্দুর রহমান, বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার (২০ জানুয়ারী ২০২০) ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সুলতানগঞ্জ বাজার এলাকা থেকে ১ হাজার ৩৬৯ বোতল ফেনসিডিল ও ২টি প্রাইভেট কারসহ ৪ জন শীর্ষ মাদক কারবারী কে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শরীয়তপুর জেলার চরগাজীপুর এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মোঃ অাব্দুল গনি (৩০), রাজশাহী কাটাখালি চরখিদিপুরের মোঃ রজত আলীর ছেলে মোঃ ইউসুফ ওরফে বাবলু (৩২), পটুয়াখালী জেলার গলাচিপা কলাগাছিয়া এলাকার মো. লাল মিয়ার ছেলে কার চালক মোঃ শামীম হোসেন (২৯) ও কেরানীগঞ্জ নরন্ডী এলাকার মো. মুনসুর আলীর ছেলে মোঃ সোহেল কাজী (২৮)।

প্রেস-বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সোনামসজিদ থেকে ২ টি কার ফেনসিডিল নিয়ে ঢাকা যাচ্ছে। খবর পাবার পর র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টিম বিশ্বরোড মোড়ে কার দুটিকে থামার সংকেত দিলে দ্রুত গতিতে পালাতে থাকে। র‌্যাবও পাল্টা ধাওয়া করে গোদাগাড়ীতে কার দুটি ধরে ফেলে। পরে কার তল্লাসী করে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় নগদ ৩১ হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়।

উল্লেখ্য যে, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস.এম. জামিল আহমেদ এর নেতৃতে সঙ্গীয় ফোর্স অভিযানটি সম্পন্ন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Developed BY Matrijagat TV
matv2425802581