চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহীদ ও ভাষা সংগ্রামের ত্যাগের মহিমায় উজ্জ্বল অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক দিবস উপলক্ষে নানান আয়োজনে পালন করেন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন সহ অন্যান্য সরকারি অধিদপ্তর। দিবাগত (২০-০২-২০২০ তারিখ) রাতের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করা হয়,ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনার জন্য।
আজ ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,উপস্থিত রচনা লেখা, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, অর্থবোধক কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন,নিজ নিজ উপাসনালয়ে বাদ জোহর ভাষা শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর সংলগ্ন মুজিব মঞ্চে বিকাল সাড়ে ৪ টায় আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় লেখকদের নিয়ে বইমেলা আয়োজন সহ নানান রুপে চাঁপাইনবাবগঞ্জে অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
Leave a Reply