পারিবারিক নাকি অন্য কোন কারণে দিন দিন অনাকাঙ্ক্ষিত মৃর্ত্যু বেড়ে চলছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা ৭ নং অর্ডে গলায় ফাঁস দিয়ে নিশান ১৯ পিতা মৃত ওমর ফারুক আত্মহত্যা করেছে, নাচোল থানা পুলিশ খবর পেলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি প্রক্রিয়াধীন । নাচোল থানা অফিসার ইনচার্জ জনাব সেলিম রেজা কে জিজ্ঞেস করলে মাতৃ জগত কে জানান পারিবারিক কলহের কারনে দিন দিন অনাকাঙ্ক্ষিত মৃর্ত্যু বেড়ে চলছেতবে ময়নাতদন্ত না হলে কিছু বলা যাবেনা ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ নেবো। নিশান এর বাবা বৃদ্ধ মা অন্যখানে সংসার করেছেন মামাদের বাসায় লালিত-পালিত নিশান নাচোল বাজারে একটি তুলার দোকানে কাজ করতো ময়না তদন্ত শেষে নিহতের স্বজনদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply