শাহাদাত আনোয়ার মতলব চাঁদপুর প্রতিনিধি:
মতলব উত্তরে বিভিন্ন স্হানে নিয়মিত টহল বাড়িয়েছে আর্মি ও পুলিশ সদস্যরা। বিভিন্ন বাজার ও বেড়িবাঁধ এ হামেশাই দেখা যাচ্ছে আর্মি সদস্যদের। আজ এনায়েতনগর এর মুন্সী আজিম উদ্দিন কলেজ মাঠে ও বেড়িবাঁধ সংলগ্ন কিছু জায়গায় কিছু স্হানীয় ছেলে বিভিন্ন খেলা যখন চালিয়ে যাচ্ছিল তখন হঠাৎ এক দল আর্মি চলে আসলে ছেলেরা ভয়ে সব পালিয়ে যায়।
তখন আর্মি সদস্যরা গাড়ি থামিয়ে মাইকে হুশিয়ার করে বলে যে, যদি তারা সমনে এভাবে দেখতে পায় তাহলে সবাইকে চার্জ করা হবে এবং উঠিয়ে নিয়ে যাবে। তাছাড়া বিভিন্ন দোকানদার কেও অনেক লাঠি চার্জ করা হয়।
তাছাড়া মতলব উত্তরে নতুন করোনা রুগী সনাক্ত হওয়ায় আর্মিরা ও চাপ বাড়িয়েছে। তাই সতর্কতা অবলম্বন করে সকলকে ঘরে থাকার অনুরোধ করা হল। আর সবাই করোনাভাইরাস সম্পর্কে বয়স্ক ব্যক্তিদের বুঝানোর জন্য বলা হলো। ওনারা অনেকেই এটি বুঝতে চায় না। আল্লাহ সকলকে রক্ষা করুন।
Leave a Reply