রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ন

চাঁদপুর মতলব উত্তরের ৭৩ বছর যাবৎ শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী এখলাছপুর উচ্চ বিদ্যালয়! 📺 Matrijagat TV

শাহাদাত আনোয়ার মতলব, চাঁদপুর প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

চাঁদপুর জেলায় মতলব উত্তর উপজেলার ৭৩ বছর যাবৎ শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী এখলাছপুর উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই আজ জাতীয় পার্যায়ে অবদান রাখছেন। নদীতীরবর্তী এখলাছপুর ইউনিয়নের এখলাছপুর গ্রামে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এখলাছপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন প্রয়াত জয়নুল আবেদিন। ২.৯৪ একর সম্পত্তির এই প্রিয় প্রাঙ্গনে বর্তমানে ৪টি ভবন রয়েছে এরমধ্যে বিদ্যমান ১৭টি শ্রেণিকক্ষ ও একটি বিজ্ঞানাঘার। এই বিদ্যাপীঠে পাঠদানে নিয়োজিত আছেন ১৬ জন মানুষ গড়ার কারিগর। এদের মধ্যে ১১ জন শিক্ষক এমপিওভুক্ত।

মোট শিক্ষকের মধ্যে পুরুষ শিক্ষক ১৩ জন ও মহিলা শিক্ষক রয়েছে ৩ জন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছেন ৪ জন। বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন মোঃ মিজানুর রহমান এবং সভাপতির দায়িত্বে আছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ কামাল উদ্দিন। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে ৮৪১ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন, এদের মধ্যে বালক ৪১৩ জন বালিকা ৪২৮ জন। এ পাঠশালা থেকে চলতি বছর ১৯০ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে, এবং ২০২০ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় ১০৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করার কথা রয়েছে। ২০১৮সালে অত্র বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় পাশের হার ছিলো ৯৬.০৮% কৃতকার্যদের মধ্যে ৫ জন শিক্ষার্থী এ+ পাওয়ার গৌরব অর্জন করেন। এসএসসি পরীক্ষায় গতবছর পাশের হার ছিলো ৯৪.০৯% কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৯ জন শিক্ষার্থী এ+ পাওয়ার গৌরব অর্জন করেন।

নদীতীরবর্তী ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠ থেকে শিক্ষাগ্রহন করে বর্তমানে অনেকেই দেশের গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত আছেন। বুয়েট এর শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক সরকার আঃ মান্নান অত্র বিদ্যালয়ের কীর্তিমানদের মধ্যে অন্যতম। বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, কার্যনির্বাহী পরিষদ ও শুভাকাঙ্ক্ষীদের একটাই প্রত্যাশা উপজেলার মধ্যে বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে রুপান্তর করা। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের ভাল ফলাফল ও বিদ্যালয়ের শিক্ষাউপযোগী পরিবেশ বজায়ে রাখতে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, স্কুল পরিচালনা কমিটি ও স্থানীয় জনসাধারন খুবই আন্তরিক। সর্বোপরি সকলের আন্তরিকতা না থাকলে স্কুলটি হয়তো আজকের এ পর্যায়ে এসে দাড়াতে পারতো না। মোবাইল নম্বর ০১৯৬৬৩৯৫১৫৪.

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581