মতলব দক্ষিণ উপজেলা চরবাইশপুর গ্রামে বাইশপুর মৌজা ইটের ভাটা অবস্থিত সেই ইটভাটার গাড়ি থেকে পরে আহত বিকেএস শাহীন প্রধান (বয়স ২৫ বছর) ইটভাটা থেকে ভাড়া নিয়ে যাওয়ার সময় ছত্তর মাস্টারের মোরে পৌঁছায় পানির টাংকি দশপরা থেকে 200 গজ উত্তরে মাল ডেলিভারি করার সময় পা পিছলে পড়ে আহত হয় সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বলেন।মেডিকেল অফিসার বলেন ডাক্তার মোহাম্মদ ইদ্রিস আলী। তিনি বলেন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আহত শাহীন কে এক্সরে করার জন্য পাঠানো হয় সেই রিপোর্ট থেকে জানা যায় রাম কাদের হারে প্রচন্ড ফাঁকা দেখা দেয় অনেক দূরত্ব হয় এতে একমাস রেস্টে থাকতে হবে। এখনো পর্যন্ত গাড়ির মালিক তার কোন খরচ বহন করে নি তার নিজের অর্থায়নে চিকিৎসা চলতেছে। গাড়ির মালিক ইচ্ছে করলেই তার তার খরচটুকু বহন করতে পারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা আমার বিশ্বাস প্রশাসনিক পারে অসহায় শাহিন তার খরচটুকু বহন করবে মনে হয়। গাড়ির মালিক বিল্লাল ফরাজী সিএসবি ব্রিকফিল্ডের ম্যানেজার মাসুদ হাজারী এখনো পর্যন্ত তার সাথে যোগাযোগ করেনি এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি মতলব উত্তর উপজেলার ১০নংপূর্ব ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিপাই কান্দি গ্রামে প্রধানিয়া বাড়ির ছেলে শাহীন। সকলের কাছে তার অসুস্থতার জন্য দোয়া হস্তক্ষেপ কামনা করছে আল্লাহ তা’আলা যেন তাকে সুস্থতা দান করেন।
Leave a Reply