শাহাদাত আনোয়ার মতলব চাঁদপুর বিশেষ প্রতিনিধি।
চাঁদপুর জেলায় মতলব উত্তর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জোহরা আক্তার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দুইমাস পূর্বে স্বাভাবিক জীবনযাপনের সময় হঠাৎ স্ট্রোক করেন। এরপর তাকে চিকিৎসার জন্য চাঁদপুর হয়ে নেয়া হয় ঢাকায়। করোনা যুগে ঢিলেঢালা চিকিৎসা ব্যবস্থার কারনে জোহরাকে নিয়ে আসা হয় তার বাপের বাড়িতে। পাইপের মাধ্যমে তরল খাবারই তার দেহের আহারের উপায়মাত্র। বোধ শক্তি ঠিক থাকলেও দেহের শক্তি খুব কম তাই উঠে বসা, দাড়িয়ে থাকা বা কথা বলা সম্ভব নয় জোহরার পক্ষে। ২২ বছর বয়সী মেধাবী শিক্ষার্থী জোহরা কেবলই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। নিবেদিত প্রাণ হয়ে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে জোহরা স্বামী জোহরাকে। ফৈলাকান্দি গ্রামের মৃত সাদেক খানের মেয়ে জোহরা ২০১৬ সালে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে নাউরী আদর্শ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছিলেন। বর্তমানে সে নাউরী আদর্শ ডিগ্রী কলেজে বিএসএস দ্বিতীয়বর্ষে অধ্যয়নরত আছেন। আবার চিকিৎসার জন্য শীঘ্রই জোহরা নেয়া হবে ঢাকার হাসপাতালে। মেধাবী এই শিক্ষার্থীর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি। সৃষ্টিকর্তা যেনো জোহরাকে সুস্থ করে ফিরিয়ে দেন স্বাভাবিক জীবনে।
Leave a Reply