শাহাদাত আনোয়ার, মতলব, চাঁদপুর প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসাধারণের নিত্য প্রয়োজনীয় শাক সবজি ও মাছ ক্রয়ের জন্য মতলবের মাছ ও কাঁচা বাজার খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে মতলব দক্ষিণ উপজেলার নিউ হোস্টেল মাঠে শুরু হয় এই বাজার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনা ভাইরাস পরিস্থিতিতে মতলব বাজারে সংক্ষিপ্ত সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার ও মাছ ক্রয়ের জন্য বহু ক্রেতার সমাগম হয়। এতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারে ক্রয়-বিক্রয় সম্ভব হয়ে উঠছে না। তাই বাজারে আসা জনসাধারণের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখতে মতলব বাজারের কাঁচা বাজার নিউ হোস্টেল মাঠে এবং মাছ বাজার মতলব সরকারি ডিগ্রি কলেক মাঠে স্থানান্তরের সিদ্বান্ত গ্রহণ করে উপজেলা প্রশাসন।
সরেজমিনে দেখা যায়, মতলব নিউ হোস্টেল মাঠে কাঁচা বাজার এবং একই মাঠে গাছের ছায়ায় মাছ বাজার বসেছে। সাময়িকভাবে বসা এই বাজার প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এছাড়া বাজারের মুদি দোকানগুলো সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, একই মাঠে মাছ ও কাঁচা বাজার বসানো হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কিনে দ্রুত বাসায় ফিরে যাওয়ার জন্য মতলববাসীর প্রতি অনুরোধ জানান তিনি।
Leave a Reply