সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৩ পূর্বাহ্ন

চাঁদপুরে প্রেমের ফাঁধে পেলে প্রতারণা কারী ৬ তরুণী গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম বুধবার, ১২ মে, ২০২১

ফোনালাপে প্রেমময় সুমধুর কন্ঠস্বরে পুরুষদের কুপতকাঁত করে ঘনিষ্ঠ সময় কাঁটাতে ফ্লাটে ডেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৪ নারী ও তাদের ২ পুরুষ সহযোগীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। ১১ই মে মঙ্গলবার দুপুরে এ ব্যপারে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) স্নিগ্ধা সরকার। তিনি জানান, গ্রেফতারকৃত ওই নারীরা ফোনালাপে পুরুষদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে একান্ত ঘনিষ্ঠ কাটানোর জন্য তাদের ফ্লাটে ডেকে নিতেন। এরপর অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে মোটাদাগে টাকা আদায় করতেন। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া জানান, আসামীরা হলেন তাসলিম আক্তার জেরিন (২০), সাদিয়া বেগম (২৭), হাসিনা বেগম প্রকাশ মুন্নি (৩৫), মোস্তফা (৪৫), কাজল খান (২২), আয়েশা আক্তার নিপা (১৯)। যারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন লোকজনদেরকে ফোনালাপসহ নানা কৌশলে বাসায় ডেকে নিয়ে অশ্লীল ছবি ধারন করে অবৈধভাবে টাকা আদায় করতো। এই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং-মামলা নং- ২৩। পেনাল কোড ধারা- ৩৪২/ ৩২৩/ ৩৮৫/ ৩৮৬/ ১০৯/ ৩৪। অভিযোগকারী এক ভুক্তভোগী মোঃ মাইনুল ইসলাম(৩৩)। তিনি জানান, আমাকে শহরে তাদের আলিমপাড়াস্থ ভাড়া বাসায় একটি নষ্ট ফ্রিজ ঠিক করতে ডেকে নিয়েছিলো। পরে আমাকে বার বার পানি পান করতে বললে আমি রোজা আছি জানাই। এরপর বাহির থেকে আরও কয়েকজন এসে আমার গায়ের শার্ট ও কোমরের বেল্ট খুলে নেয়। পরে জেরিন নামের মেয়েটি আমাকে হুমকি দেয় আমি তার সাথে খারাপ কাজ করেছি। সে জন্য তাদের টিমকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। নতুবা তাদের মোবাইলে ধারনকৃত ভিডিও আমার স্ত্রীর নিকট পাঠিয়ে পরিবারের অশান্তি সৃষ্টি করবে। আমি অনেক অনুরোধ করলেও ওরা আমাকে টাকা ছাড়া ছাড়বে না বলে জানায় এবং আমাকে গালাগাল দিয়ে এরা চড় থাপ্পর মারতে থাকে। একপর্যায়ে আমি নিরুপায় হয়ে এদের ভয়ে তাদের দাবীকৃত চাঁদা বাবদ আমার প্যান্টের পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা জেরিনের হাতে দেই। পরে ওরা আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। পরে আমি সাহায্য পেতে আইনের আশ্রয় নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581