০৫ মে রাতে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অংশ গ্রহণ করেন এসআই ইউনুস, এসআই রুবেল চন্দ্র সিং,এএসআই রেজাউল করিম, এএসআই মজির উদ্দিন, এএসআই সুজনসহ সঙ্গীয় ফোর্স। উক্ত অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজা প্রাপ্ত ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন জিআর- ১১৭/২০ এর ওয়ারেন্টভুক্ত আসামি বাদশা ফাহাদ, পিতা- শাহ আলম সাং-রান্ধুনীমুড়া থানা- হাজীগঞ্জ, জেলা -চাঁদপুর, সিআর- ৫১/০৯ এর ০২ বছরের ০২টি সাজা পরোয়ানাভুক্ত আসামি মজিবুর রহমান, পিতা- নুরুল ইসলাম সাং- মহেশপুর থানা- হাজীগঞ্জ, জেলা -চাঁদপুর, সিআর-৭৭৪/১৯ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃবিল্লাল হোসেন,পিতাঃ মৃত আব্দুর রব মাস্টার, সাং-দেশগাও, থানাঃ হাজীগঞ্জ জেলাঃ চাঁদপুরকে, সিআর- ৭১/১৯ এর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মজিবুর রহমান পিতা- নুরুল ইসলাম সাং- দক্ষিন শ্রীপুর থানা- হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর। সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন – দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply