চাঁদপুরের হাজীগঞ্জে ১৯ মে বুধবার সন্ধায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানের নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় বিএসটিআই আইনে দুইটি পানির কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা। কারখানা দুইটি হল মো. রাসেলের মালিকানাধীন বিএম ওয়াটার ও সিরাজুল ইসলাম রাসেলের মালিকানাধীন বিএস ওয়াটার। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মো. রমিজ উদ্দিন, বিএসটিআ ফিল্ড অফিসার মো. সাইদুল ইসলাম, হাজীগঞ্জ থানার এসআই হারুন রশীদসহ সঙ্গীয় ফোর্স ও সাংবাদিক বৃন্দু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন- জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply