চাঁদপুর মতলব উত্তর বিশেষ অভিযানে ৪ মাদককারবারী আটক ও ৪০ পিচ ইয়াবা, ২ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার করেন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মে মঙ্গলবার রাত ১০ দিকে একটি বিশেষ অভিযানে মাধ্যমে বেল তলী লঞ্চ ঘাট থেকে চার মাদক ব্যাবসায়ীকে আটক করেন মতলব উত্তর থানা পুলিশ। আটককৃতরা হলেন- বদরপুর গ্রামের মৃত আবদুল হকের ছেলে মো.করিম(৩৬), মৃত কেরামত আলীর ছেলে মো.কামাল(৪৫), মৃত জোহর ঢালীর ছেলে খলিল মিয়া(২৮), মৃত আবিদ আলীর ছেলে ইকবাল (৫০)। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.শাহজাহান কামালের নেতৃত্বে অভিযানে অংশ গ্রহণ করেন এসআই রমিজ উদ্দিন, এএসআই মুজাম্মেল,এএসআই শাহাদাৎসহ সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা ও ২ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এবং নিয়মিত মামলা দিয়ে বুধবারে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। অফিসার ইনচার্জ শাহজাহান কামাল বলেন – দেশকে মাদক মুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply