ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ৬০% বর্ধিত ভাড়ায় চলার কথা। কিন্তু চট্টগ্রাম শহরের গণপরিবহনগুলো চলছে গাদাগাদি যাত্রী এবং ১০০% বর্ধিত ভাড়া । প্রতিবাদ করলেই উল্টা বেয়াদবি করে। এমনকি মারধরে ঘটনা ঘটছে। #গতকাল কালুরঘাট রোডে ১নং বাসে কাপ্তাই রাস্তার মাথায় একভদ্র মহিলার সাথে ভাড়া নিয়ে অশালীন আচরণ করায় বোয়ালখালীর সেলুন দোকানদার লিটন নামে এক যাত্রী আমার সামনে প্রতিবাদ করল। ঐ লিটন কে চালক ও হেলপার সন্রাসী কায়েদায় শার্টে কলার ধরে রাত ৮টায় কালুরঘাট এনে সমিতির লোক জন সহ মারধরের ঘটনা ঘটেছে তাহলে সাধারন যাত্রীর নিরাপওা কোথায়.? বোয়ালখালীর ৮ আসনের মাননীয় সাংসদ মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। বিস্তারীত নিউজ আসছে সাথে থাকুন। #নিচের ছবিটি গত কয়েকদিন আগের বহদ্দারহাটের ১ নং পরিবহনের “বাদুরতলা থেকে বহদ্দারহাট পুলিশ বক্সে” নেমে ওনি ৫ টাকা ভাড়া দিলে তা না নিয়ে, বাসের হেলপার ওনার মাথায় গাড়ি ধোয়ার ব্রাশ দিয়ে আঘাত করে।ফলাফল ওনার মাথায় ৫-৬ টি সেলাই করতে হয়, আমাদের জীবন কি এতই সস্তা হয়ে গেছে। দায়িত্বশীলদের উচিত স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল কথাটা তুলে নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি লাগব করা…!!! ছবি ©DSC পেইজ
Leave a Reply