শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

চলমান লকডাউন ও কোভিড-১৯ ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে উপজেলা পর্যায়ে গঠিত করোনা প্রতিরোধ কমিটির সভা

স্টাফ রিপোর্টার আবুল কাশেম চট্টগ্রাম
  • আপডেট টাইম রবিবার, ৪ জুলাই, ২০২১

চলমান লকডাউন ও কোভিড-১৯ ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে উপজেলা পর্যায়ে গঠিত করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, কোভিড- ১৯ সংক্রমণের শুরু হতে এ পর্যন্ত টেস্ট হয়েছে ১০৫৬৬, পজিটিভ হয়েছেন ৪৮৭ জন, সুস্থ হয়েছেন ৪৭৬ জন। এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ১ জন। সংক্রমণের হার ৪.৬%। বর্তমানে আক্রান্ত আছেন ১১ জন, যারা হোম আইসোলেশনে থেকে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। সংক্রমণের হার পৌরসভা, গন্ডামারা ও বৈলছড়ীতে তূলনামূলক বেশি। কোভিড-১৯ এ আক্রান্ত রোগিদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ১৫ টি বেড প্রস্তুত রাখা হয়েছে যার ১১টি পুরুষ ও ৪টি মহিলা রোগির জন্য সংরক্ষিত। অক্সিজেন সিলিন্ডার ৩০ টি ও অক্সিজেন কনসেনট্রেটর ৬টি মজুদ আছে। কোভিড-১৯ পরীক্ষার জন্য আরটি পিসিআর টেস্টের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এন্টিজেন টেস্টের সুবিধা আছে যার মাধ্যমে ১০ মিনিটের মধ্যে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি,নিজে সুরক্ষিত থাকি অন্যকেও সুরক্ষিত রাখি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581