বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৫ অপরাহ্ন

চলমান বৈশ্বিক মহামারী মোকাবেলায় সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে নাগরিকদের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস! 📺Matrijagat TV

মাতৃজগত টিভি ডেস্ক:
  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

‘সংকট মোকাবেলায় আতংক নয়, চাই উদ্ভাবনী চিন্তাশক্তি আর জনকল্যাণমুখী উদ্যোগ।’ COVID-19/করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারী মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের পাশাপাশি জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ করতে সিংড়া পৌর এলাকার নাগরিকদের জন্য পৌরসভা পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস চলো কে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে৷ পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকলেও নিয়মিত এম্বুলেন্স সার্ভিস এর পাশাপাশি চলো এখন থেকে দিচ্ছে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের ফ্রি হোম ডেলিভারি সার্ভিস৷ ‘ঘরে বসে পণ্য সিংড়াবাসীর জন্য পৌঁছে দিবে চলো৷’ -স্লোগান নিয়ে শুরু করা এই সেবা পেতে একজন নাগরিক নিজ বাড়ির হোল্ডিং প্লেটে উল্লিখিত পৌরসভার হুট লাইন সার্ভিস- ০১৭০৭০০১১২২ নাম্বার এ ফোন করে অর্ডার করলেই আমাদের স্বেচ্ছাসেবী কর্মী বাজার নিয়ে পৌঁছে যাবে ক্রেতার দরজায়। অর্ডারকৃত পণ্য এবং ক্যাশমেমো বুঝে নিয়ে ক্রেতা স্বেচ্ছাসেবী কর্মীর মাধ্যমে মূল্য পরিশোধ করবেন। আজ সেবা চালুর প্রথম দিনেই জনসাধারণ ব্যাপক সাড়া দিয়েছে।

প্রশিক্ষণের লক্ষ্যে প্রথমদিনে মেয়র জান্নাতুল ফেরদৌস নিজে কয়েকটি হোম ডেলিভারি পৌঁছে দিয়েছেন। আগামীকাল থেকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। চলো সার্ভিসের এই সেবা বাস্তবায়নে স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে কাজ করছে আমার সিংড়া উপজেলার সাবেক-বর্তমান স্কাউট সদস্য এবং আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী। সংকটকালীন সময়ে জনকল্যাণে তারা সার্বক্ষণিক নিয়োজিত আছে৷ পরিস্থিতি মোকাবেলায় আমাদের স্বেচ্ছাসেবীদের এই নিরলস পরিশ্রম দেখে একজন সাবেক স্কাউট সদস্য এবং আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি গর্বিত৷

এভাবেই সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। #COVID19 #StayHome #SingraStrong #FightTogether #ThinkAhead #StaySafe #স্কাউট_সদা_প্রস্তুত #চলো

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581