ভোলা চরফ্যাশন এওয়াজপুর ইউনিয়নে প্রবাসী ইয়াসিন মীরের ক্রয়কৃত জমি দখলে মরিয়া হয়ে পরেছে তার তালাক প্রাপ্ত স্ত্রী হাজেরা বেগম ও তার পরিবার ।
জানা যায়, দুবাই প্রবাসী ইয়াসিন মীর (৪৪) ২০১৩ সালের ৬ অক্টোবর স্ত্রী হাজেরা বেগমকে জমি ক্রয় করার জন্য ৫ লক্ষ ৩০ হাজার টাকা পাঠান । ইয়াসিন মীর প্রবাসে থাকার সুযোগে স্ত্রী হাজেরা বেগম ৫ লক্ষ ৩০ হাজার টাকার পরিবর্তে ৩ লক্ষ টাকায় এওয়াজপুর ৪ নংওয়ার্ডে ৩২ শতাংশ জমি ক্রয় করেন, যার ১৬ শতাংশ তার বাবা আবু সুফিয়ান আখন এবং ১৬ শতাংশ হাজেরা নিজ নামে দলিল করে নেন এবং বসত ঘরও তৈরী করে নেন । যা প্রবাসী ইয়াসিন মীর জ্ঞাত ছিলেন না ।
২০১৪ সালে ইয়াসিন মীর দেশে আসলে দুবাই থেকে পাঠানো টাকায় কেনা জমির দলিল দেখতে চাইলে পুরো ঘটনা ব্যতিক্রম দেখেন এবং জমি বুঝিয়ে পাওয়ার জন্য স্ত্রীর কাছে জানতে চাইলে স্ত্রী হাজেরা ঘটনাটি এড়িয়ে যান ।
প্রবাসে থাকাবস্থায় পাঠানো টাকার জমি ফিরে পেতে ইয়াসিন মীর তার স্ত্রীর সহযোগিতা চাইলে স্ত্রী হাজেরা পিতা আবু সুফিয়ান আখন এবং তার ভাইদের দিয়ে বিভিন্ন ভাবে হুমকি দেন এবং জমি ফেরত না দেয়ার কথা জানিয়ে দেন ।
পরবর্তীতে প্রবাসী ইয়াসিন মীরকে স্ত্রী হাজেরা ২৫/০৪/২০১৯ইং তারিখ তালাক দিয়ে ওই ঘর ছেড়ে দুটো সন্তান নিয়ে তার বাপের বাড়ি চলে যায় । তারপর ১০/০২/২০২১ইং তারিখে হাজেরার বাবা আবু সুফিয়ান আখন ১৬ শতাংশ জমি সহ মোট ৩২ শতাংশ জমি পরোপুরি দখলে নেয় । যখন ইয়াসির মীরের বড় ভাই সহ স্থানীয় লোকদের নিয়ে জমি উদ্ধার করার চেষ্টা করেন তখন হাজেরা বেগম ও তারা বাবা নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে তাদেরকে বিতারিত করে দেয় ।
পরবর্তীতে প্রবাসী ইয়াসিন মীর তার টাকায় কেনা জমি উদ্ধারের জন্য শশীভুষন থানায় একটি লিখিত অভিযোগ করেন ।
Leave a Reply