চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম ভারপ্রাপ্ত মেয়র, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কমিশনার,চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মরহুম ডাঃ মোঃ ইদ্রিসের ১২তম মৃত্যু বার্ষিকীতে মরহুমের কবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াস, মহানগর অাওয়ামী লীগের সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার,হালিশহর থানা অাওয়ামী লীগের যুগ্ন অাহবায়ক মোঃ অাবু তাহের, ২৬ নং ওয়ার্ড অাওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নাজিমুল ইসলাম মজুমদার, অাবেদ মুনসুর চৌধুরী, জানে অালম বতু, অাবুল হাশেম, সুলতান অাহম্মদ চৌধুরী, শামশুল অালম চৌধুরী, জয়নাল অাবেদীন, অাশফাকুল অালম অাশফাক, অানোয়ারুল হক জসীম, মাহবুবুর রহমান, ওয়াজেদ, সুলতান, এরশাদুল অালম, শহিদুল অালম সুমন, অানিসুল ইসলাম রনি, অালী অাজগর সোহেল, মোঃ খুরশীদ, রানা,তাজ উদ্দীন, পেকাম, জুয়েল, শুভ, অারিফ,বাপ্পি।
Leave a Reply