চট্টগ্রামে মাইক্রোবাসের চাপায় পুলিশের একজন সহকারী উপ পরিদর্শক মারা গেছেন। আজ ১১ই জুন শক্রবার ভোরে নগরীর চান্দগাও থানার কাপ্তাই মাথা নামক এলাকায় মাদকবাহী মাইক্রোবাস পিষে দিয়ে যায়। ভোর পাচটার দিকে চোলাই মদ পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছেন এমন সংবাদের ভিওিতে ঘাতক মাইক্রোবাসটিকে থামার জন্য সংকেত দিলে না থেমে পিষে দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার উপ পরিদর্শক রাজেশ বড়ুয়া। রাজেশ বড়ুয়া আরো বলেন পরে পুলিশ ধাওয়া করে চান্দগাঁও বোর্ড স্কুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাদকবাহী মাইক্রোবাসটি আটক করে। আটক কৃত মাইক্রোবাসটিতে ৭৩০ লিটার চোলাই মদ পাওয়া যায়। ঘটনার পর পর এএসআই সালাউদ্দিন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত আরেক কনস্টেবল কে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। উল্লেখ্য নিহত এএসআই সালাউদ্দিনের বাড়ি লক্ষীপুর সদর উপজেলার দক্ষিণ জয়পুর এলাকায়। তিনি চান্দগাও থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
Leave a Reply