এস,এম,মোশাররফ হোসেন: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশ বাড়িয়ার মগপুকুর এলাকায় ঢাকা-চট্রগ্রাম হাইওয়েতে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কারণে সীতাকুন্ডের মুরাদপুর এলাকার বেশ কয়েকজন যুব ফুটবলার গুরুতর আহত হন। স্থানীয় জনগন সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর জানালেও ৫মিনিটের দুরত্বে অবস্থান থেকেও ৩০মিনিট পার হয়ে যাওয়ার পরেও ফায়ার সার্ভিস এর কোনরকম সাড়া পাওয়া যয়নি। ফায়ার সার্ভিস এর এমন দায়িত্বহীন আচরণের জন্য সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে স্থানীয় জনগন আহতদের অবস্থার অবনতি দেখে তাদের অন্য একটি লেগুনাতে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে।
Leave a Reply