বিস্তারিত.. আজ বিকাল চার ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম এশিয়ান হাইওয়ে রোডে (বাংলাদেশ মায়ানমার মৈত্রী সড়ক) মোটরসাইকেল ও মিনি টমটমের মুখোমুখি সংঘর্ষে দু’জন গুরুতর আহত হয়েছেন, আহতরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জুমেরছড়া এলাকার মোহাম্মদ কালুর ছেলে দিলদার হোসেন (২০), অপরজন একই এলাকার মৃত জাফর আলমের ছেলে মোহাম্মদ শহিদ (১৭)। ঘটনাস্থল থেকে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য টমটমযোগে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হলে কুতুপালং এমএসএফ হাসপাতাল কর্তৃপক্ষ দিলদার হোসেন (২০) এর শারীরিক অবস্থার বেগতিক দেখে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন অন্যদিকে মোহাম্মদ শহিদ বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ
Leave a Reply