আজ ০২/১০/২০২০ ইং রোজ জুমাবার দুপুর ২:০০ ঘটিকার সময় বন্ধুত্বের বন্ধুন অটুট রাখার প্রচেষ্টায় এবং মুনাফা জাতীয় ব্যবসায়ের মনমানসিকতা নিয়ে বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের দশ বন্ধুর সম্মিলিত প্রচেষ্টায় পারভেজ মোহাম্মদ সেলিম- আহ্বায়ক, সাইফুদ্দিন খালেদ – যুগ্ম আহ্বায়ক এবং সাইফুল ইসলাম – সদস্য সচিব, বাকি সাত জনকে সদস্য করে ” ফ্রেন্ডশিপ বন্ডিং গ্রুপ ” গঠিত হয় এবং সেই সাথে উক্ত গ্রুপের সফলতা এবং বন্ধুত্বের বন্ধন যেন সারাজীবন অটুট থাকে সেই কামনা করে ক্ষুদ্র পরিসরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেন ঘুমধুম বেতবুনিয়া বাজার জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেব। ফ্রেন্ডশিপ বন্ডিং গ্রুপ এর বাকি সদস্যরা হলেন রফিকুল ইসলাম সুমন, সাইফুল ইসলাম বাপ্পি,সোহেল রানা,সাহাব উদ্দিন হিরু,মোহাম্মদ আমিন এবং রিদুয়ানুল হক।
Leave a Reply