গোয়াইনঘাটে আপন চাচাতো ভাইের ছুরিকাঘাতে আব্দুর রউফ (৩০) নামের এক যুবক খুন হয়েছে। ২২ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রামে হাবিবুর রহমান এর ছেলে মানিক মিয়া (২৮) ও তার চাচাতো ভাই আব্দুর রহমান (মঙ্গল) এর ছেলে আব্দুর রউফ (৩০) এর মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কথা কাটাকাটি রুপ নেয় সংঘর্ষে। এতে মানিক মিয়া (২৮) ধারালো ছুরি দিয়ে পেটের মধ্যে কুপ দিলে ঘটনাস্থলেই মৃত্যবরণ করে আব্দুর রউফ (৩০)। এবং এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত আব্দুর রউফের পিতা আব্দুর রহমান (মঙ্গল)। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হোন গোয়াইনঘাট থানার অফিসার ইন্চার্জ (ওসি) পরিমল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আব্দুর রউফের খুনি মানিক মিয়া পলাতক রয়েছে। এবং তাকে দ্রুত গ্রেফতার করতে চেষ্টা করছে পুলিশ।
Leave a Reply