গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে কিশোর কন্ঠ পাঠক ফরমের উদ্যোগে করোনা প্রতিরোধক জীবানু নাশক স্প্রে সহ মাস্ক বিতারণ করা হয়। অাজ সোমবার সকাল থেকে কিশোর কন্ঠ পাঠন ফরমের উপজেলা পরিচালকের উদ্যোগে মারাত্মক প্রাণঘাতি মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে অানতে এ কর্মসূচি পালন করা হয়।
(কোভিড-১৯) বিশ্বব্যাপী মারাত্মক প্রাণঘাতি করোনা ভাইরাসে পৃথিবীজুড়ে যেন শুধুই মৃত্যুর মিছিল।শুধু তাই নয় বহির বিশ্বের মৃত্যু স্বজনদের অার্তনাদ অার অাহাজারীতে কাঁদছে যেন পুরো পৃথিবীই। বৈষয়িক প্রাণঘাতি মহামারী অদৃশ্য করোনা ভাইরাসে অকাল মৃত্যুতে থমকে গেছে প্রায় ছোট বড় সকল উন্নত দেশ। এদিকে, প্রাণঘাতি করোনার কোবলে বিশ্বের ২০৮টি দেশ-অঞ্চলে মৃত্যুর সংখ্যা ৬৯,৪২৮ জনে দাঁড়ায়।এছাড়াও বর্তমানে অাক্রান্তের সংখ্যা ১২,৭২,৯৫৩জন। এদিকে বাংলাদেশে নারায়ণগঞ্জে নতুন করে অারও একজনের করোনায় মৃত্যু হওয়ায় বর্তমানে মৃত্যুর সংখ্যা ০৯জনে এসে দাঁড়ায়।এবং গত কাল ২৪ঘন্টায় নমুনা সংগ্রহের পর (১৮) জন রোগী অর্থাৎ দুইগুন বেড়ে অাক্রান্তের সংখ্যা মোট ৮৮ জনে এসে দাঁড়ায়।এছাড়াও করোনা রোগে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫জন। এদিকে দেশে ৫০টির বেশি সরকারি-বেসরকারি সংস্থার পক্ষথেকে বৈষয়িক দুর্যোগকালীন মহামারীতে অনুদান প্রদান করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের পাশাপাশি নিজ উদ্যোগে মাঠে নিঃস্বার্থভাবে কাজ করছেন সংগঠনটির উপজেলা পরিচালক সহ অঙ্গসংগঠন। এদিগে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের প্রাধান প্রধান সড়ক সহ গুরুত্বপূর্ণ ত্রিমুখী ষ্টান যাতাহারা বাজারে সকাল থেকে বৈষয়িক প্রাণঘাতি করোনা প্রতিরোধক স্প্রে এবং মাস্ক বিতারণ কর্মসুচি পালন করা হয়। কর্মসূচি পালনকালীন সময় উপস্থিত ছিলেন,কিশোর কন্ঠ পাঠক ফরমের উপজেলা পরিচালক মোঃনাইউব অালী। এছাড়াও উপস্থিত ছিলেন,কিশোর কন্ঠ পাঠক ফরমের উপজেলা সেক্রেটারি মোঃনাদিম হোসেন।এবং সংগঠনটির অঙ্গসংগঠনের ইউনিয়ন ছাত্র সদস্যরা । এ সময় কিশোর কন্ঠ পাঠক ফরমের পক্ষথেকে বলা হয়,বাংলাদেশ সহ সারা বিশ্বে মারাত্মক প্রাণঘাতি মহামারী করোনা ভাইরাসে বহু সংখ্যক মানুষের প্রানহানীর ঘটনা যেন প্রতিনিদই চোখে পড়ার মত। অার তাই এ সময় ভেদাভেদ ভুলে কাঁধেকাঁধ মিলিলে বাঁচার তাগিদে অসহায় মানুষের পাশে থেকে করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে অানতে সরকারি নির্দেশনা মান্যকরে সামাজিক দুরত্ব বজায় রেখে এ প্রতিরোধক স্প্রে সহ মাস্ক বিতারণ কর্মসূচি পালন করা হয়।
এছাড়াও করোনা ভাইরাসের প্রতিরোধক স্প্রে এবং মাস্ক প্রদানের পাশাপাশি জনগনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণেকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা উল্লেখ করে অতি প্রয়োজন ছাড়া নিজ ঘরের বাহিরে না যাওয়ার জন্যে অনুরোধ জানায় সংগঠনটির উপজেলা পরিচালক। এছাড়াও বৈষয়িক প্রাণঘাতি মহামারি মারাত্মক করোনা ভাইরাসে প্রতিরোধক স্প্রে সহ মাস্ক বিতারণ কর্মসূচি পালন কালে কিশোর কন্ঠ পাঠক ফরমের পক্ষ থেকে বৃত্তবানদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,নিজ এলাকার অসহায় গরিব দুঃখীদের মাঝে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাবার দিয়ে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে অানতে পরিস্কা পরিছন্ন রাখতে স্যানেটাইজার দ্রব্য বিতারণ করার অাহ্বান জানান সংগঠনটির অঙ্গসংগঠন। পরে জনসাধারণ কে সচেতনতার কথা উল্লেখ্য করে বলেন,সরকারি নিষেধাজ্ঞা ও নির্দেশনা মান্যকরে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরের ভিতরে অবস্থানের তাগিদ দেন সংগঠনটি।
Leave a Reply