গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক ব্যাংক কর্মকর্তাসহ ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। শনিবার (৯ মে) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ৭ মে ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে থেকে এক ব্যাংক কর্মকর্তাসহ ছয় জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এই ছয় জনের মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুই নারীসহ তিন জন, টুঙ্গিপাড়া উপজেলায় একজন, সদর উপজেলায় একজন ও মুকসুদপুরে একজন রয়েছে।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে চার জনই ঢাকা থেকে গোপালগঞ্জ এসেছেন। করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করার পাশাপশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে জেলার করোনা শনাক্ত ৫১ জনের মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। অবশিষ্ট ১০ জনের মধ্যে কাশিয়ানী উপজেলায় দুই নারীসহ তিন জন, টুঙ্গিপাড়া উপজেলায় তিন জন, সদর উপজেলায় দুই জন, মুকসুদপুর উপজেলায় একজন এবং এক পুলিশ সদস্য ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply