গাজীপুরের টঙ্গী ৫৫নং ওয়ার্ড মাছিমপুর নিশাত লাল মসজিদ এলাকায় রাত ৩ টায় আগুন লাগে,ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।মধ্যরাতে মাসুদ মিয়ার তুলার গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে ছড়িয়ে পরে আশেপাশে থাকা ঘরে,খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয় জনগনের সাহায্য নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে আগুন পার্শ্ববর্তী লাল মসজিদের পিছনের বস্তিতে ছড়িয়ে পরে। এসময় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য উত্তরা ফায়ারসার্ভিসের আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে আসে, মোট ৭ টি ইউনিটের চেষ্টায় ভোর ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েক টি তুলার গোডাউন সহ ১৫০ টির মতো ঘর পুড়ে ছাই হয়ে যায়। খোলা আকাশের নিচে আস্রয় নিয়েছে ১৫০ টি পরিবার। এলাকার স্থানীয় সংসদ, মেয়র, জন প্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেছে বস্তিবাসি।
Leave a Reply