গাজীপুর জেলার বাঘেরবাজার বানিয়ারচালা এলাকায় শারমিন সুলতানা (৬) নামে এক শিশুকে শ্বাষরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ২ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে আব্দুল আলীর বাড়ির ভাড়াটিয়া মাহাবুবের রুম থেকে উদ্ধার করা হয়। এঘটনায় মাহাবুব (২৩) ও রাব্বী (১৯) কে আটক করে জয়দেবপুর থানা পুলিশ। জানা যায়, নিহত শারমিন গাজীপুরে কাপাসিয়ার নলগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের ছোট মেয়ে। সে বাঘেরবাজার বানিয়ারচালা এলাকার আবুল কালামের বাড়িতে ভাড়া থেকে হোটেল ব্যবসা পরিচালনা করেন। জাহাঙ্গীর জানান, সকাল ১১ টায় মেয়ে বাসার পাশে খেলতে যায়, কিছুক্ষণ পরে তাকে আর খুজে পাওয়া যায়নি। পরে একটি মোবাইল নম্বর থেকে ৩ লাখ টাকা মুক্তিপন চেয়ে ফোন করে অপহরনকারীরা। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক সাদেকুল ইসলাম জানান, শিশুটিকে অপহরনের পর শ্বাষরোধ করে হত্যা করা হয়েছে। আফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান, অপহরনকারীরা শিশুটিকে অপহরনের পর মাহাবুবেব ঘরে আটকে রাখে। পরে শিশুটির বাবার ফোনে ৩ লাখ টাকা মুক্তিপন চায়। পরে তারা তাকে শ্বাষরোধ করে হত্যা করে।
Leave a Reply